জন্মভূমি রিপোর্ট : খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সাথে সাথে উত্তেজিত হয়ে উঠছেন কিছু কাউন্সিলর প্রার্থী। তারা আচরণ বিধি ভঙ্গ করে প্রচার-প্রচারণা করতে গিয়ে জরিমানার মুখোমুখি হয়েছেন। এমন ঘটনা ঘটেছে শুক্রবার নগরীর ১১ নম্বর ওয়ার্ডের খালিশপুরের পিপলস নিউ কলোনী মাঠে। আচরণবিধি লঙ্ঘন করে ব্যাডমিন্টন প্রতীক নিয়ে কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ ও একই ওয়ার্ডের টিফিনক্যারী প্রতীকের নিয়ামুল ইসলাম খালেদ অনুমতি ছাড়াই মিছিল ও শোডাউন দিচ্ছিলেন। তারা এসময় একাধিক মাইক ব্যবহার করেন। সংবাদ পেয়ে ম্যাজিস্ট্রেট ঘটনা স্থলে যান এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের প্রত্যেকের নিকট থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত