
জন্মভূমি রিপোর্ট : বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, আজকের শিশুকে আগামী দিনের বাংলাদেশের সম্পদে পরিণত করতে হবে। যারা শিশুদেরকে অবহেলা ও অবজ্ঞা করে তাদের আরো সচেতন হতে হবে। অনেক মেধাবী শিশুরা আছে যারা অর্থ ও পরিবেশের অভাবে তাদের মেধার বিকাশ ঘটাতে পারছেনা। ফলে বাংলাদেশ হারাচ্ছে লক্ষ-লক্ষ মেধাবী সন্তানকে। সেজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীন অসহায় দরিদ্র মানুষকে জমি ও ঘর দিয়ে মাথা গোজার ঠাঁই করে দিয়েছেন। আজ তারা পড়ালেখা করে মেধা বিকাশের ক্ষেত্র পেয়েছে। তিনি সমাজের বিত্তবান ও দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যেকে বাস্তবায়ন করতে নিঃস্বার্থভাবে সকলকে এগিয়ে আসতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টা সফল হবে।
শুক্রবার জুম্মার নামাজের পর নগরীর ২৮নং ওয়ার্ডের মসজিদ মিশন কমপ্লেক্স মাদ্রাসায় নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল আহসান টিটুর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে পথশিশু ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, এ্যাড. মো. সাইফুল ইসলাম, হাফেজ মো. শামীম, কাজী জাহিদ হোসেন, এ্যাড. পারভেজ আলম খান, বাবুল সরদার বাদল, মো. সফিকুর রহমান পলাশ, চৌধুরী রায়হান ফরিদ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, এস এম আসাদুজ্জামান রাসেল, শেখ নজিবুল ইসলাম নজিব, কাউন্সিলর এস এম রফিউদ্দিন রফিক, শামীম আহসান, মোল্লা আব্দুল হাই, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. কে এম ইকবাল হোসেন, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, ড. সাঈদুর রহমান, আব্দুর রহীম বাবু, আওয়াল হোসেন ছোটন, মিজানুর রহমান, শুকুর আলী, হাসান, মো. শহিদুল ইসলাম, মনিরুজ্জামান বাবু, মাছুম উর রশিদ, মাহমুদুল ইসলাম সুজনসহ ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে দক্ষিণ টুটপাড়া বায়তুন কামার জামে মসজিদে তিনি জুম্মার নামাজ আদায় শেষে ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে ২৮নং ওয়ার্ড কাউন্সিলরের অস্থায়ী কার্যালয়ে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। একই সাথে দক্ষিণ টুটপাড়া এলাকায় সাধারণ মানুষের সুপেয় পানির চাহিদা মেটাতে স্থাপিত সাবমার্সেবল উদ্বোধন করেন। এবং মসজিদ মিশনের আঙ্গিনায় বৃক্ষরোপণ করেন।