যশোর অফিস : কবি নাঈম নাজমুল ১৯৭১ সালের আজকের দিনে (৩ জানুয়ারি) তৎকালীন যশোর জেলার নড়াইল মহাকুমার চাকই গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এম নাজমুল হক কবি বুনো নাজমুল যশোরী এবং মাতা হাসিনা বেগম হাচনা।বিএল কলেজ থেকে বিএ সম্মান এম এ (ইংরেজি ও বাংলা), পাস করে নওয়াপাড়া মডেল কলেজের অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করে। বর্তমানে তিনি নড়াইলে খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। পিতার হাত ধরে সাহিত্যাঙ্গনে তার প্রবেশ। সাহিত্য ও কবিতার প্রতি ভালোবাসা থেকে তিনি নিয়মিত লেখালেখি করেন তার প্রথম কাব্যগ্রন্থ ‘আসন্ন হাহাকার’ ২০১১, দ্বিতীয় কাব্যগ্রন্থ-তারপর একদিন- ২০১৫, তৃতীয় কাব্যগ্রন্থ গন্তব্যহীন পৃথিবীর পথে ২০২১ সালে প্রকাশিত হয়। এ ছাড়া তিনি অসংখ্য কবিতা, গান এবং প্রবন্ধ লিখে চলেছেন। বর্তমানে তিনি বিটিভি এবং খুলনা বেতারের তালিকাভুক্ত গীতিকার।
কবি নাঈম নাজমুল বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক স্মৃতি জনকল্যাণ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা, অগ্নিবীণা সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাবেক সভাপতি এবং বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোর, নওয়াপাড়া ইনস্টিটিউট লাইব্রেরির আজীবন সদস্য। কবির ৫৫তম জন্মদিনে দীর্ঘজীবন ও সুস্থতা কামনা করা হয়েছে।