যশোর অফিস : বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এম নাজমুল হক (কবি বুনো নাজমুল যশোরী) এর ৩০ তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৪৭ সালের ১ মে তৎকালীন যশোর জেলার নড়াইল মহকুমার ১২ নম্বর বিছালী ইউনিয়নের চাকই গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কবির পিতা মৃত এম জিতু মোল্লা, মাতা মৃত বড়ু বিবি। কবি বুনো নাজমুল ১৯৬২ সালে খুলনার ফুলতলার পায়গ্রাম কসবা মাধ্যমিক বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। ১৯৬৪ সালে নড়াইল ভিক্টোরিয়া কলেজ হতে আইএসসি ১৯৬৭ সালে যশোর মাইকেল মধুসূদন কলেজ হতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৭২ সালে নওয়াপাড়া কলেজ অভয়নগর হতে বিএ ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এমএ অধ্যয়ন করেন। বুনো নাজমুল স্বাধীনতার পরে তিনি অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। স্বাধীনতার পর থেকে কবি নাজমুল হক স্থায়ীভাবে গুয়াখোলা গ্রামে বসবাস করতেন। তিনি জেজে আই জুটমিলের সুপারভাইজার ছিলেন, তিনি নওয়াপাড়া এবং ফুলতলা কলেজে ইংরেজি বিভাগের অধ্যাপনা করেছেন। বীরমুক্তিযোদ্ধা এমএম নাজমুল হক মির্জাপুর ইউনাইটেড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে ১৯৯১ সাল থেকে ২ ডিসেম্বর হতে দায়িত্ব পালন করেন। তিনি একজন কবি ও গীতিকার ছিলেন। তিনি অসংখ্য গান, কবিতা, গল্প ও প্রবন্ধ লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ দুটি ‘মুক্তিবীণা’ ও ‘হৃদয়লীনা’। ২০১৪ সালে বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থ মেলায় বুনো নাজমুল যশোরী "নির্বাচিত কবিতা "প্রকাশিত হয়েছে
তিনি ১৯৯৪ সালের ২৫ নভেম্বর শুক্রবার বিকেলে নওয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, চারপুত্র, দুই কন্যাসহ অনেক শুভাকাঙ্খী রেখে যান। তার ছড়িয়ে ছিটিয়ে থাকা পান্ডুলিপি থেকে তার জেষ্ঠ পুত্র কবি নাঈম নাজমুল তার সাহিত্যকর্ম সমাজের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত