সাতক্ষীরা প্রতিনিধি: আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দু‘দিন ব্যাপী সুন্দরবনের দুবলার রাস উৎসব। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বনভিাগের অফিস থেকে অনুমতি নিয়ে বঙ্গোপসাগরের দুবলার চরে রাস মেলায় গেছেন পূণ্যার্থীরা। শ্যামনগরের বুড়িগোয়ালীনি ও কোবাদক ফরেস্ট স্টেশন থেকে এই অনুমতি দেয়া হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৪০১ জন পূণ্যার্থী দুবলার রাস মেলার উদ্যেশ্যে রওনা হয়েছেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মো: হাসানুজ্জামান জানান, ১৫ ও ১৬ তারিখ দুবলার চরে রাসমেলায় অংশ নিতে পূণ্যার্থীরা যাচ্ছেন। ঝুঁপিকপূর্ণ পয়েন্টগুলোতে বন বিভাগের টহল রয়েছে। এসব পূণ্যার্থীরা বৃহস্পতিবার সুন্দরবনে প্রবেশ করেন এবং আগামী ১৬ নভেম্বর তারা ফিরে আসবেন।
১৪ নভেম্বর সকাল থেকে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে পূণ্যার্থী বহনকারী ট্রলারে কোনো প্রকার অবৈধ মালামাল আছে কি না সেখানে অভিযান পরিচালনাসহ সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিদের আইডি কার্ড যাচাই বাছায় করে পাস পারমিট দেওয়া হয়েছে।
তবে তিনজন মুসলিম ধর্মাবলম্বীকে সনাক্ত করে তাদেরকে ট্রলার হতে নামিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান।
এবিষয়ে বনকর্মকর্তা জিয়াউর রহমান বলেন, শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিরা ছাড়া মুসলিম ধর্মবলম্বীদের কোনো ভাবেই রাস পূজায় যাওয়ার সুযোগ নাই।