
বিজ্ঞপ্তি : বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ^াস সৃষ্টি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার বিভাগীয় সদর খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জনদাবির সমর্থনে এপ্রিল মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে বিএনপি। যার অংশ হিসেবে পালিত হবে এ মানববন্ধন।
মহানগর ও জেলা বিএনপির যৌথ আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি থাকবেন তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। প্রধান বক্তা থাকবেন সহ আর্ন্তজাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
দুপুর আড়াইটায় নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে মানববন্ধন। কর্মসূচি সফল করতে মহানগর বিএনপির এক প্রস্ততি সভা গত সোমবার বেলা ৩টায় দলীয় কার্যালয়ে নগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় প্রস্ততি সভায় উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, আব্দুর রাজ্জাক, কে এম হুমায়ুন কবির, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আলমগীর হোসেন, আব্দুর রহমান ডিনো, নাজমুল হুদা চৌধুরী সাগর, মুজিবর রহমান প্রমুখ।