
বিজ্ঞপ্তি : আজ ২০ মে ‘বিশ্ব মেট্রোলজি দিবস’। সারা বিশ্বর ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযথ মর্য়াদায় পালন করা হবে। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিল্প সচিব পৃথক-পৃথক বানী দিয়েছেন এবং সংবাদপত্রসমূহে এ সম্পর্কিত বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে খুলনা বিএসটিআই’র উদ্যোগে বেলা ১১টায় বিএসটিআই’র সম্মেলন কক্ষে পরিমাপ বৈশ্বীক খাদ্য ব্যবস্থার সহায়ক- শীর্ষক প্রতিপাদ্যের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, শরীফ আতিয়ার রহমান এবং এম নাজমুল আলম ডেভিড। সভাপতিত্ব করবেন বিএসটিআই বিভাগীয় পরিচালক ইঞ্জিঃ মোঃ সেলিম রেজা। অনুষ্ঠানে বিভাগের সকল জেলার শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।