ডেস্ক রিপোর্ট : আজ ৮ জুন, বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র দিবস। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত ঐতিহাসিক ধরিত্রী সম্মেলনে প্রথমবারের মতো এ দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়। পরে, ২০০৮ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৩তম অধিবেশনে দিনটি আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। পরের বছর, ২০০৯ সাল থেকে প্রতি বছর ৮ জুন বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।
সমুদ্র তীরবর্তী দেশ বাংলাদেশ—যার রয়েছে বিশাল সমুদ্রসীমা ও অপার ‘নীল অর্থনীতির’ সম্ভাবনা। তবে এই সম্ভাবনা কাজে লাগাতে হলে দরকার সুপরিকল্পিত উদ্যোগ ও সমুদ্রসম্পদের সুরক্ষা। এ লক্ষ্যে বাংলাদেশে একটি স্বতন্ত্র সমুদ্র মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়ে আসছেন সমুদ্রবিজ্ঞানী ও গবেষকরা।
তাদের মতে, বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষা ও সমুদ্রদূষণ মোকাবেলায় এখনই একটি মেরিন কনজারভেশন অ্যাকশন প্ল্যান প্রণয়ন জরুরি। তারা বলছেন, আলাদা মন্ত্রণালয়ের অভাবে সমুদ্রসম্পদের কোনো নির্দিষ্ট অভিভাবক নেই। ফলে ট্যুরিস্ট পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড, পরিবেশ মন্ত্রণালয় এবং সাগর গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ও গড়ে উঠছে না।
বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে এবারও দেশে-বিদেশে নানা সচেতনতামূলক কর্মসূচি পালিত হচ্ছে। পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সমুদ্রের গুরুত্ব তুলে ধরাই এই দিবসের মূল উদ্দেশ্য।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত