নওয়াপাড়া অফিস : নওয়াপাড়া পৌরসভার আয়োজনে আজ শুক্রবার(১৭ নভেম্বর) দুপুর থেকে শুরু হবে গ্রামবাংলার ঐহিত্যবাহী নৌকা বাইচ। নৌকাবাইচ দেখতে নওয়াপাড়ায় ভৈরব নদো দুই পাড়ে লাখো জনতার মিলন মেলায় পরিণত হবে।
নৌকা বাইচ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে পৌর মিলনায়তনে মেয়র সুশান্ত কুমার দাস শান্ত এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তিনি নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি হিসাবে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। তিনি আরও বলেন,অভয়নগরের মানুষের সুস্থ্য বিনোদনের জন্য ও গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার লক্ষে প্রতি বছর পৌরসভার এ আয়োজন করে। এবছর কয়রা,দিঘলীয়া,তেরখাদা,মাগুরা,মুকসুদপুর ও টুঙ্গীপাড়া থেকে মোট ৯টি দল নৌকা বাইচে অংশগ্রহণ করবে। নৌকা বাইচ সফল করার লক্ষ্যে তিনি উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগীতা কামনা করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত