সিরাজুল ইসলাম, শ্যামনগর : আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। ‘শবে কদর’ কথাটি ফারসি। শব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবে কদর অর্থ হলো মর্যাদার রাত বা ভাগ্যরজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত।
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সন্ধ্যা থেকে সারা দেশে পালিত হচ্ছে এ রাত। ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগির মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পালন করছেন।
তবে, ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাত শবে কদর হতে পারে। তবে ২৬ রমজানের দিবাগত রাতেই শবে কদর আসে বলে আলেমদের অভিমত।
মহান আল্লাহ মুসলমানদের জন্য হাজার মাসের চেয়েও উত্তম এমন একটি রাত নির্ধারণ করেছেন, যার নাম ‘লাইলাতুল কদর’।
এ রাত এত সম্মানিত যে, এক হাজার মাস ইবাদত করলেও যে সওয়াব হতে পারে, তার চেয়ে লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব অনেক বেশি। যে বেশির পরিমাণ একমাত্র আল্লাহই ভালো জানেন।
লাইলাতুল কদরের ফজিলত বোঝানোর জন্য মহান আল্লাহ পবিত্র কুরআনে ‘কদর’ নামে আলাদা একটি সুরা নাজিল করেছেন।
তবে, রাসুল (সা.) রমজানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদর পাওয়ার জন্য ইবাদতের কথা বলেছেন। মুমিন বান্দারা এ রাতটিকে পাওয়ার আশায় মুখিয়ে থাকেন। রমজানের শেষ দশকে তারা ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেন।
রাসুল (সা.) বলেছেন, ‘যদি তোমরা কবরকে আলোকময় পেতে চাও, তাহলে লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদত করো। ’ যদি কেউ ইমানের সঙ্গে সাওয়াব লাভের খাঁটি নিয়তে লাইলাতুল কদর কিয়ামুল্লাইল বা তাহাজ্জুদে অতিবাহিত করে, তবে তার পূর্ববর্তী সব গোনাহ ক্ষমা করা হবে। ’ (বুখারি)।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে সবাই মহান আল্লাহর কাছে বিভিন্ন বিষয় দোয়া প্রার্থনা করে পোস্ট করেছেন।
সবুজ আহমেদ নামে একজন ফেসবুকে লিখেছেন, হে আল্লাহ পবিত্র শবেই কদরের ওছিলায় আমাদের সকলের গোনাহখাতা মাফ করে দাও। আমাদের সরল পথ দেখাও, অভাব দূর করে দাও। আসমানি জমিনের তামাম মুসিবত থেকে হেফাজত করো।
মোহাম্মদ শহীদ নামে একজন ফেসবুকে লিখেছেন, প্রভু হে! তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালবাসো, আমাদের ক্ষমা করো।
তাসমিরা তাবাসসুম নামে একজন ফেসবুকে লিখেছেন, মহান আল্লাহ তায়ালা আমাদের সবার ওপর রহমত নাজিল করুন আমিন।
মেহজাবিন চৌধুরী নামে একজন ফেসবুকে লিখেছেন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো অতএব আমায় ক্ষমা করে দাও।
আমির হোসেন নামে একজন ফেসবুকে লিখেছেন, আল্লাহ তুমি আজকের রাতের উছিলায় সকল মুসলমানকে ক্ষমা করে দাও।
তাসিন নামে একজন ফেসবুকে লিখেছেন, শবে কদরের নির্দিষ্ট কোনো তারিখ নেই। রমজানের শেষ দশকের বেজোড় রাতে অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ তারিখের যেকোনো দিন হতে পারে। সুতরাং ২৭ রমজানকে শবে কদরের জন্য নির্দিষ্ট না করাই ভালো। আল্লাহ তায়ালা সবাইকে সহিহ বুঝ দান করার তৌফিক দিক।