জন্মভূমি ডেস্ক : আটরা-গিলাতলার সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবীর ওরফে মুনজুরুল ইসলাম (৪২) এর বিরুদ্ধে ১৫ লক্ষ টাকার চেক জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খুলনার আদালতে শেখ আলী হোসেন মামলটি দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি হুমায়ুন কবীরের ব্যবসার কাজে নগদ টাকার প্রয়োজন হওয়ায় বাদীর নিকট থেকে ১৫ লক্ষ টাকা ধার চান। প্রথমে ধার দিতে অস্বীকার করলেও দীর্ঘদিনের ভাল সম্পর্কের অজুহাতে শর্তসাপেক্ষে অনুনয় বিনয় করে ছয় মাসের মধ্যে টাকা পরিশোধ করার কথা বলে টাকা ধার নেন। নির্দিষ্ট সময় পার হওয়ার পরেও বিভিন্ন বাহানায় সময় ক্ষেপন করে টাকা পরিশোধ না করে ঘোরানোর এক পর্যায়ে স্বাক্ষীদের সামনে ১৫ লক্ষ টাকার ১টি চেক দেন হুমায়ুন কবীর ওরফে মুনজুরুল ইসলাম। চেক নং-সখ-১০-০৪৭৪৪৫৪, সঞ্চয়ী হিসাব নং-২৭২০১০১০১৪৩১৮, তারিখ ০৭/২/২৩ ইং, সোনালী ব্যাংক লিঃ ফুলতলা শাখা। কিন্তু পরে ঐ চেক নিয়ে ব্যাংকে গেলে হিসাবের বিপরীতে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকায় চেকটি ডিজ নার হয়।
ভুক্তভোগী আলী হোসেন জানান, পরবর্তীতে হুমায়ূন কবিরকে আরো এক মাসের সময় দিলে এখন পর্যন্ত সে টাকা না দিয়ে শেখ আলী হোসেনকে বিভিন্নভাবে হুমকিসহ প্রাণনাশের ভয় দেখাচ্ছে।
এদিকে খানজাহান আলী থানা সূত্রে জানা গেছে, সাবেক ইউপি হুমায়ুনের বিরুদ্ধে ইতোমধ্যে মাদক জুয়া ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।
আটরা-গিলাতলা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য রাসেল জানান, তার শ্বশুরবাড়ির ২৩ শতক জমি জোরপূর্বক দখল করেছেন হুমায়ুন কবীর ওরফে মুনজুরুল ইসলাম। এ বিষয়ে জানতে গেলে তাকেও জীবন নাশের হুমকি দেয়া হয়।
এ ব্যাপারে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবীরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।