জন্মভূমি ডেস্ক : খানজাহান আলী থানার আটরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে বিদ্যালয়ের সদস্যদের নিয়ে এক সভা বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ফুলতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আহসান হাবিব, মোঃ আব্দুস সাত্তার মোল্লা, মুন্সী হুমায়ুন কবির, শেখ আমজাদ হোসেন, শেখ মোহাম্মদ রাসেল, কাজী নুরুজ্জামান তুহিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সর্বসম্মতিক্রমে আটরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. নাজমুল আহসান দিপু ও অভিভাবক সদস্য শেখ আশরাফ হোসেন বাবুল, খান আবু জাফর, খোকন চন্দ্র পাল, মোহাম্মদ সিরাজ বিশ্বাস, রিনা রানী পাল এবং শিক্ষক প্রতিনিধি অমিয় কুমার মল্লিক, মোহাম্মদ আহসান হাবিব, পলিয়ারা খাতুন, এছাড়া দাতা সদস্য স্থায়ী শেখ নাসির উদ্দিন আটরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচিত হন। আজ বৃহস্পতিবার উক্ত ম্যানেজিং কমিটির ভোট হওয়ার কথা ছিলো। কিন্তু নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার ফুলতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সাথে কমিটির সদস্যরা একমত পোষণ করে সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষণা করে।