চলমান কাজের বাজারদর সমন্বয় করার দাবিতে এলজিইডির প্রধান প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ঠিকাদারবৃন্দ।
সোমবার (২৯ নভেম্বর) সকাল ১১ টায় এলজিইডির খুলনা অঞ্চলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী এস এম আকবর হোসেন ও নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান এর নিকট নিকট ৮ দফা দাবিতে ঠিকাদার নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে এলজিইডি ঠিকাদারী নেতৃবৃন্দ বলেন নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধিতে চলমান উন্নয়নকাজ বাধাগ্রস্থ হচ্ছে। একশ্রেণীর সিন্ডিকেট নির্মাণ সামগ্রীর মূল্য ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি করায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যাপক উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। তাই অবিলম্বে দরপত্রের সঙ্গে বাজারদর সমন্বয় করতে হবে তা না হলে চলমান কাজ বন্ধ করা ছাড়া আর কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন।
এসময় এলজিইডির তত্ত¡াবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী ঠিকাদারদের ন্যায্য দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় বিবেচনার জন্য পাঠাবেন বলে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ মফিদুল ইসলাম টুটুল, এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন গহণ, শেখ মোঃ আবু হানিফ, মোঃ বদরুদোজা বাবলু, মোঃ আসলাম আলী , মোহাম্মদ সালাউদ্দিন, মোঃ আক্তার হোসেন আখতার, মনিরুজ্জামান মনি, আমানুল্লাহ আমান, মোঃ আইয়ুব আলী সানা, জাফরুল ইসলাম, আমির হোসেন খান, আবুল হাসান সহ অন্যান্য ঠিকাদার বৃন্দ উপস্থিত ছিলেন।