
ডেস্ক রিপোর্ট : আট বিভাগে অধস্তন আদালতের মনিটরিংয়ের জন্য গঠন করা কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞপ্তির ভাষ্যমতে, বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের আটটি বিভাগের জন্য পৃথক পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে উল্লেখিত জেলাগুলোর দায়িত্ব দিয়েছেন। একইসঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ কর্মকর্তাকেও দায়িত্ব দেয়া হয়েছে।
নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত বিচারপতিদের তালিকা ও তাদের মনিটরিং এলাকার বিবরণ নিম্নরূপ
খুলনা-১ বিভাগে (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা,যশোর, নড়াইল) বিচারপতি মাহমুদুল হক
খুলনা-২ বিভাগে (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা) বিচারপতি মো.জাফর আহমেদ
রাজশাহী-১ বিভাগে (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর) বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর
রাজশাহী-২ বিভাগে (বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ) বিচারপতি মো.হাবিবুল গনি
ঢাকা-১ বিভাগে (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল) বিচারপতি মো.আকরাম হোসেন চৌধুরী
ঢাকা-২ বিভাগে (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর) বিচারপতি ফাতেমা নজীব
চট্টগ্রাম-১ বিভাগে (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান,খাগড়াছড়ি) বিচারপতি এস এম কুদ্দুস জামান
চট্টগ্রাম-২ বিভাগে (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর,কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর) বিচারপতি আহমেদ সোহেল
রংপুর-১ বিভাগে (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার
রংপুর-২ বিভাগে (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়,নীলফামারী) বিচারপতি কে এম হাফিজুল আলম
সিলেট বিভাগে (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ) বিচারপতি মো.আতাবুল্লাহকে দায়িত্ব দিয়েছেন
বরিশাল বিভাগে (বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা) বিচারপতি জে বি এম হাসান এবং
ময়মনসিংহ বিভাগে (ময়মনসিংহ,জামালপুর, শেরপুর, নেত্রকোণা) বিচারপতি রাজিক আল জলিলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ জানুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি ৮টি বিভাগের জন্য ৮ জন বিচারপতির নেতৃত্বে মনিটরিং কমিটি গঠন করেছিলেন। পরবর্তীতে ২০২৩ সালের অক্টোবরে সেটি বৃদ্ধি করে ১৩ জন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়। এবার তা পুনর্গঠন করে আরও কার্যকরভাবে আদালত পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হলো।