বিজ্ঞপ্তি : আড়ংঘাটা থানার ঝাউতলা এলাকায় সিটি কর্পোরেশনের শহরের জলাবদ্ধতা নিরাশন প্রকল্পের আওতায় খাল খনন কাজের অংশ হিসেবে খুদে খালের পাড় দিয়ে অবৈধ দোকান ঘরসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান মঙ্গলবার সকাল ৯টায় আড়ংঘাটা ৫নং ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্যানেল চেয়ারম্যান-১ মোঃ সোহেল সরদারের সার্বিক তত্ত্বাবধানে গ্রাম পুলিশ ও শ্রমিকদের নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় প্রকল্পের কাজের ঠিকাদার প্রতিষ্ঠানের প্রোপাইটার এসএম আনোয়ারুল বাশার খাল খননের কাজে প্রতিবন্ধকতার বিষয়টি তুলে ধরেন তিনি বলেন এ অঞ্চলে কাল খনন করতে এসে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে খাল খননে জায়গা বিভিন্ন স্থাপনা, ধানক্ষেত,মাছের ঘের যার কারণে বাধা গ্রস্থ হচ্ছে। ঝাউতলা এলাকায় প্রায় ১৬ শত মিটার জায়গা ড্রেনের পানি নেমে যাওয়ার জন্য খনন করতে গিয়ে খালের পাড়ে অবৈধ স্থাপনা দুইটি ব্যক্তি মালিকানায় অবৈধভাবে ব্রিজ নির্মাণ করা সহ পদে পদে বাধার সৃষ্টি হচ্ছে। মাটি ফেলার জায়গা নেই যে পরিমাণে জায়গা দরকার সে জায়গা না থাকায় আমার মাটি সাধারণ মানুষের জায়গায় ফেলতে হচ্ছে। যার কারণে কেউ বলছে আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, কেউ বলছে আমার ঘেরের মাছ মারা যাচ্ছে তার মধ্যে দিয়েও আমাকে কেউ কেউ সাহায্য করছে আবার কেউ করছে না। প্রশাসন সহ সকলের সহযোগিতা পেলে আমি কাজটি সম্পন্ন করতে পারব। আমি সকলকে বলবো আপনারা একটু ত্যাগ করেন তাহলেই এক সময় ভোগ করতে পারবেন। কেসিসি আপনাদেরকে এই খাল খনন করে দিচ্ছে আপনারাই ভোগ করবেন। আশা করি যারা রয়েছেন সহযোগিতা করবেন এখন কিছুটা সমস্যা হলেও ভবিষ্যতের জন্য সকলের মঙ্গল বয়ে আনবে। এ সময় উপস্থিত ছিলেন আড়ংঘাটা ৫নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ সোহেল সরদার, মোড়ল জাহাঙ্গীর হোসেন, আড়ংঘাটা ইউপি সদস্য রাজাউর রহমান প্রিন্স, আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ আফরোজা বিউটি, ইউনিয়ন পরিষদের সদস্য শিউলি আক্তার, ইউপি সদস্য তাসলিমা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই উচ্ছেদ অভিযানের সহযোগিতা করেন।