
আড়ংঘাটা থানা পুলিশের বিশেষ অভিযান
খানজাহান আলী থানা প্রতিনিধি : মোটরসাইকেল চোর চক্রের সদস্য রিপন চৌধুরী ওরফে শিমুল (৩০) কে আটক করেছে আড়ংঘাটা থানা পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাট এবং খুলনার বিভিন্ন স্থান থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। দৌলতপুর দেয়ানা উত্তর পাড়ার মো. সবুর শেখের মোটরসাইকেল চুরি সংক্রান্ত মামলার তদন্ত করতে গিয়ে এই চোর চক্রের সন্ধান পায় পুলিশ। পরে আড়ংঘাটা থানা পুলিশের একটি চৌকস টিম বাগেরহাট ও খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল গুলো উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ নড়াইলের ইব্রাহিম মোল্যা, তেরখাদার সোহেল এবং সর্বশেষ গত ১১ আগস্ট রিপন চৌধুরী ওরফে শিমুলকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, দৌলতপুর দেয়ানা উত্তরপাড়ার মো. সবুর শেখের একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় তিনি বাদী হয়ে আড়ংঘাটা থানায় মামলা করেন (মামলা নং ৬ তাং- ২১/৫/২৩)। এই মামলায় নড়াইলের মো. ইব্রাহীম মোল্যাকে ফুলতলার বেজেরডাঙ্গা থেকে আটক করে আড়ংঘাটা থানা পুলিশ। আটক ইব্রাহিম মোল্যা জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরি কথা স্বীকার করে এবং তার স্বিকারোক্তিতে তেরখাদার সোহেল নামের চোর চক্রের অপর একজনের সন্ধান পায় পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১১ আগস্ট দুপুর ২টা ৩০মিনিটে আড়ংঘাটা থানা পুলিশ খালিশপুরের কদমতলা রাস্তা থেকে তেরখাদার জুনারী গ্রামের মৃত সাহেব চৌধুরীর পুত্র রিপন চৌধুরী ওরফে শিমুল (৩০) কে আটক করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরি যাওয়া সবুর শেখের মোটরসাইকেলের সন্ধান পায় পুলিশ। আড়ংঘাটা থানা পুলিশের একটি চৌকস টিম উদ্ধার অভিযানে বাগেরহাটের রামপালের সোনাতুলিয়অ গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে ঐ গ্রামের মো. হাসিবউল্লাহ শেখের পুত্র মো. সাইফুল শেখের বাড়ী থেকে দেয়ানার সবুর শেখের চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত রিপন চৌধুরী ওরফে শিমুলের দেওয়া আরো তথ্যের ভিত্তিতে আড়ংঘাটা থানা পুলিশের অভিযানিক টিম আড়ংঘাটার সিটি বাইপাস রোর্ড সংলগ্ন কোহিনুর মোড়স্থ জনৈক কবির মোল্লার পরিত্যাক্ত গোডাউনের উত্তরপাশের ঝোপঝাড়ের মধ্যে থেকে আরো ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। এছাড়া অত্র মামলার চোরাই কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল আড়ংঘাটা থানা পুলিশ উদ্ধার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আড়ংঘাটা থানার এসআই মো. জাকিরুল ফিরোজ বলেন, দেয়ানার মো. সবুর শেখের মোটরসাইকেল চুরির মামলা তদন্ত করতে গিয়ে বাইক চোর চক্রের সন্ধান মেলে। প্রথমে ফুলতলার বেজেরডাঙ্গা থেকে ইব্রাহিম নামের এক সদস্যকে আটক করা হয়। পরবর্তিতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোহেল এবং সর্বশেষ রিপন চৌধুরী ওরফে শিমুলকে খালিশপুর থেকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাট থেকে সবুর শেখের চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরবর্তিতে গত গতকাল ১২ আগস্ট সকাল সাড়ে ৬টায় আড়ংঘাটার সিটি বাইপাস থেকে ৩টি মোটরসাইকেলসহ মোট ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি জানায় এই চক্রের বিয়য়ে আরো তথ্য পাওয়া গেছে আশা করছি দ্রুত সময়ে চক্রের পুরা সদস্যদের আটক করতে সক্ষম হবো।

