
বিজ্ঞপ্তি : আড়ংঘাটা অনির্বাণ সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সংগঠনের নিজস্ব কার্যালয় এর আয়োজন করা হয। সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শ,ম শফি। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মতলুবুর রহমান মিতুল। সভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী পহেলা জুলাই ঈদ পূণর্মিলনী , নৈশ ভোজ ও একটি প্রীতি ফুটবল খেলার সিদ্ধন্ত গৃহীত হয়।
এ সময় লুৎফর রহমান, মিনা মনিরুল ইসলাম, মিনা জহুরুল ইসলাম ,মোড়ল হারুন অর রশিদ, হাসান আলী, কাজী নজরুল ইসলাম, মইনুল ইসলাম, মফিজুর রহমান মল্লিক, জাহিদুল ইসলাম, রাজু আহমেদ, মকলেসুর রহমান মনা, আকছির হোসেন সাজু, শাহিন শেখ, রঞ্জিত তরফদার, জয়ন্ত রায়, অজিত মন্ডল, মাহবুবুল ইসলাম জসী, হারুন অর রশিদ, ইসলাম মোড়ল, লিপন মোড়ল, হিরন হাওলাদার, শরিফুল ইসলাম, মাস্টার ইয়ার আলী, কবির হোসেন, রাজাউর রহমান প্রিন্স, রবিউল ইসলাম ও রাজু শেখ উপস্থিত ছিলেন।

