
খুলনা | জন্মভূমি রিপোর্ট
গত ৩০ নভেম্বর প্রকাশ্য দিবালোকে খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনের সড়কে হাসিব হাওলাদার (৪৫) ও মো. ফজলে রাব্বি রাজন (৩৮) নামে দুই ব্যক্তিকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন।
এ ঘটনায় খুলনা সদর থানায় দায়ের করা জোড়া হত্যাকাণ্ডের মামলার দুই সন্দেহভাজন আসামিকে রূপসা উপজেলার আইচগাতী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, একটি ধারালো কুড়াল ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৬ এর একটি দল আইচগাতী ইউনিয়নের বারো পূণ্য মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একজন সন্ত্রাসী র্যাব সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করলে র্যাব একটি রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ধাওয়া করে রেজাউল মুন্সি হৃদয় (২৫) ও আলিফ হোসেন নয়ন (২৬) নামে দুই সন্দেহভাজনকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় কুড়াল এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোববার রাতে দৈনিক জন্মভূমিকে জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান দৈনিক জন্মভূমিকে বলেন, আটক দুই আসামিকে জোড়া খুনের মামলায় শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত