বিজ্ঞপ্তি : আদি কালিবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটির উপদেষ্টা ও মিশ্রী উৎপাদনকারী ও ব্যবসায়ী অমর কৃষ্ণ সাহা স্মরণে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাজার কালিবাড়ি মন্দিরে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন উজ্জল ব্যানার্জী। ব্যবস্থানায় ছিলেন সুব্রত হালদার তপা ও সুশান্ত ব্যানার্জী। উপস্থিত ছিলেন শিবচন্দ্র ব্যানার্জী, শ্যামল হালদার, প্রশান্ত কুমার কুন্ডু, গোপী কিষান মুন্ধাড়া, সোহাগ দেওয়ান, এম হাদিউজ্জামান, ভোলানাথ ভট্টচার্য, প্রশান্ত ব্যানার্জী, তোতন হালদার, রতন দেবনাথ, স্বপন সরকার, তপন সাহা, বিকাশ সাহা মদন, প্রদিব সাহা, তরুন সাহা শিবু, বিমল কুন্ডু, পলাশ সাহা, আকাশ ব্যানার্জী, রূপম দে, দিপ্র দাস, ভবেশ সাহা, রাজু শীল, বিধান রায়, গোপাল কুন্ডু, স্বপন সাহা ও মিঠুন সাহা।
উল্লেখ্য, অমর কৃষ্ণ সাহা সোমবার ভৈরবস্ট্যান্ড রোডের নিজ বাস ভবনে ইহলোক ত্যাগ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত