বাংলাদেশের আধুনিক গণতন্ত্রের রূপকার ও আপোষহীন নেতৃত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় খুলনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পাইকারি কাঁচা বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির উদ্যোগে গতকাল রবিবার মাগরিব নামাজের পর এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ সাবের হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলম তুহিন।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন,“বাংলাদেশের আধুনিক গণতন্ত্রের রূপকার ছিলেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সকল অন্যায়, জুলুম ও নির্যাতন উপেক্ষা করে সবসময় ন্যায় ও সত্যের পথে অগ্রসর হয়েছেন।”তিনি আরও বলেন,
“দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি। ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তিনি আজীবন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে গেছেন। এমন নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে বিরল।”বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে মঞ্জু বলেন,“তিনি এমন একজন নেত্রী ছিলেন, যিনি সব হারিয়েও দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করেছেন। জনগণের অধিকার প্রতিষ্ঠাই ছিল তাঁর রাজনীতির মূল দর্শন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর নেতৃত্ব ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলম তুহিন বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আসাদুজ্জামান মুরাদ, শেখ আসাদুজ্জামান আসাদ, পিয়ারু, ইকরামুল হক হেলাল, নাদেরউদ্দিন খান, শরিফুল ইসলাম ববি, শেখ জামিল হোসেন, গোলাম মাওলা, টারজানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত