
বিজ্ঞপ্তি : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, রোববার আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ জেলা কার্যালয় ও ৩ আনসার ব্যাটালিয়ন পরিদর্শন করেন। মহাপরিচালক সকাল সাড়ে ১০টায় খুলনা রেঞ্জ কার্যালয়ে এসে পৌছালে তাঁকে স্বাগত জানান খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। মহাপরিচালককে ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
রেঞ্জ কার্যালয়ের সভাকক্ষে খুলনা রেঞ্জের প্রশাসনিক ও আভিযানিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশনের মাধ্যমে ব্রিফিং প্রদান করেন উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ও জেলার কার্যক্রমের ব্রিফিং প্রদান করেন জেলা কমান্ড্যান্ট মোঃ সেলিমুজ্জামান। পরে মহাপরিচালক রেঞ্জ ও জেলা কার্যালয়ের বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সরকারের জননিরাপত্তা ও উন্নয়ণমূলক কাজে অংশগ্রহণ করে স্মার্ট বাংলাদেশ তৈরির প্রত্যাশায় নিরলশভাবে সকলকে একযোগে কাজ করার আহব্বান জানান। দুপুর সাড়ে ১২টায় ইলাইপুরে খুলনা-৩ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্যদের দরবারে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দরবারে খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ও অধিনায়ক ৩ আনসার ব্যাটলিয়ন চন্দন দেবনাথ উপস্থিত ছিলেন।