জন্মভূমি ডেস্ক : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাইদুল করিম মিন্টুকে। আজ বৃহস্পতিবার (১৩ জুন) তাকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
ডিবির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র।
জানা গেছে, গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি থেকে মিন্টুকে আটক করে ডিবির একটি দল। তাকে আনার হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল। এমপি হত্যায় জড়িতদের সঙ্গে মিন্টুর সংশ্লিষ্টতা পাওয়া যায়। কিলার শাহীন এমপি আনারকে হত্যার পর সেই ছবি মিন্টুকে দিয়েছিলেন।
১২ মে চিকিৎসার জন্য ভারত যান এমপি আনার। এর পরের দিন তিনি নিখোঁজ হন। নয়দিন পর গণমাধ্যমে খবর আসে আনারকে হত্যার পর মরদেহ খণ্ডবিখণ্ড করে গুম করা হয়েছে। কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাটে নিয়ে আনারকে কৌশলে হত্যা করা হয়। আনার খুনের ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভারতে একজন এবং নেপালে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত