জন্মভূমি ডেস্ক : খানজাহান আলী থানা এলাকা থেকে অটো ভ্যান চোর চক্রের ২ সক্রিয় পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৬ নভেম্বর দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। ১৫ নভেম্বর সকালে আটরা শিল্প এলাকার ভ্যান চালক মোঃ ইউসুফ ফকির শিরোমনি বাজারে তার ভ্যানে মাছ নিয়ে যায় , বাজারের মাছের আড়তের কাছে ভ্যানটি রেখে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে সে ৫ মিনিট পরে এসে দেখে তার ভ্যানটি নেই । এর পর পথের বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই কামরুল হুদা নাইম স্থানি দের সহযোগিতায় অভিযান চালিয়ে ফুলতলার চোদ্দমাইল এলাকা থেকে যশোর অভয়নগর বৌ বাজার এলাকার হারুন মন্ডল এর এর পুত্র সোহাগ মন্ডল (৩৩) ও মনিরামপুর থানার মোহনপুর কাচারীবাড়ী এলাকার শওকত খন্দকার এর পুত্র মোঃ হানিফ খন্দকার (৪৮) কে চুরি হওয়া ভ্যান সহ উক্ত পেশাদার ২ চোরকে একটি অটো ভ্যানসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা অটোরিকশা ও অটো ভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন থেকে এই পেশায় জড়িত তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এছাড়া কিছুদিন পুর্বে মামলার ১ নং আসামি সোহাগ মন্ডল শিরোমনি বাজার থেকে পীর আলী নামে এক ব্যক্তির ভ্যান চুরি করে।