জন্মভূমি ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে অনিয়ম দূরীকরণ সংক্রান্ত কর্মশালা স্থগিত করার পর এবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভা স্থগিত করা হয়েছে। তবে স্থগিত এ সভার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সেবা শাখার সহকারী সচিব মো. মনিরুল ইসলাম মিলনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন উপলক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভা অনিবার্য কারণবশত ১৩ সেপ্টেম্বরের পরিবর্তে ১৪ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর ৪র্থ তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে৷