জন্মভূমি রিপোর্ট
নগরীতে ১৬ দিনব্যাপি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ইসলামিক রিলিফ সুইডেন এর অর্থায়নে ও দলিত সংস্থার উদ্যোগে গতকাল শনিবার নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ এই প্রতিপাদ্যে নিয়ে বিএল কলেজ মোড় থেকে দৌলতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় পর্যন্ত র্যালী ও মানববন্ধন পালিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ৫ ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী। র্যালি শেষে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে নগরীর দৌলতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় মহীয়সী নারী বেগম রোকেয়ার জীবনী ও তার নারী জাগরনের অগ্রদূত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। বিতর্ক প্রতিযোগীতার প্রতিপাদ্য বিষয় ছিলো-সমাজ ও রাজনৈতিক প্রতিশ্রæতি নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধের পূর্বশর্ত। তারই পাশাপাশি চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে দলিতের র্যালী ও মানবন্ধন
Leave a comment