
জন্মভূমি ডেস্ক : চলতি সপ্তাহে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এর আগে দেশটির মুদ্রা ডলারের মান বেড়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। সোমবার নিরাপদ আশ্রয় ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৩৬ ডলার ৮০ সেন্টে।
আগের কার্যদিবসে (শুক্রবার) যা গত ১১ জুলাইয়ের পর সর্বনিম্নে নেমে গিয়েছিল। এরপর তা শূন্য দশমিক ৪ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছিল।
একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন ঘটেছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ১৯৭১ ডলার ৬০ সেন্টে।
আগামী বৃহস্পতিবার মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে মার্কিন কর্তৃপক্ষ। মূলত, এ তথ্যের ওপর ভিত্তি করে স্বর্ণের দাম সুদের হার বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেবে ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড)।