
জন্মভূমি রিপোর্ট : খানজাহান আলী থানা পুলিশ ছিনিতাইকৃত ১টি মোবাইল ফোন , ১০০০ টাকা উদ্ধার করেছে এবং ৪ ছিনতাইকারিকে গ্রেফতার করেছে। আফিলগেট এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।
সূত্র জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় খানজাহান আলী থানার একটি বিশেষ টিম আফলিগেট ফিলিং স্টেশনের সামনে থেকে ছিনতাইকারি শিরোমণি মধ্যপাড়ার মিলন মোল্লার পুত্র নাসিবুর মোল্লা, মশিয়ালী মধ্যপাড়ার খলিল লস্করের পুত্র ইমামুল লস্কর, একই এলাকার মোঃ আনোয়ার গাজীর পুত্র মোঃ জাকারিয়া গাজী এবং আফিলগেট বটতলা মোড়ের কামাল শেখের পুত্র জুবায়ের শেখকে গ্রেফতার করা হয়। এ সময় এদের কাছ থেকে ১টি মোবাইল ও ১০০০হাজার টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বিকেল সোয়া ৪টায় বিক্রয় ডট কমের মাধ্যমে প্রতারণা করে খুলনা সদর থানার মিস্ত্রি পাড়ার বিজয় নামে এক শিক্ষার্থীকে খানজাহান আলী থানার মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয় রোডস্থ ফিরোজের ভাটার সামনে পাঁকা রাস্তার উপরে কৌশলে ডেকে এনে অজ্ঞাতনামা ৪জন ছিনতাইকারী এই শিক্ষার্থীর ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ সাড়ে ৮হাজার টাকা কেড়ে নেয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।