৮ জুলাই ৪৮-এ পা দিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সৌরভ। শেষবার আইপিএল খেলেছেন ২০১২ সালে। ফের টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তাঁর বক্তব্য, তিন মাস সময় দিলেই টিম ইন্ডিয়ার হয়ে টেস্টে রান করবেন তিনি।
এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেছেন, আমাকে যদি আরও দুটো ওয়ানডে সিরিজ খেলতে দেওয়া হতো আমি আরও বেশি রান করতাম। আর নাগপুরে যদি অবসর না নিতাম তাহলে পরের দুটো টেস্ট সিরিজেও রান করতাম। এমনকি এখনও যদি আমাকে তিন মাস অনুশীলন করতে দেওয়া হয়, আর তিনটি রঞ্জি ম্যাচ খেলতে দেওয়া হয়, আমি ভারতের হয়ে টেস্টে রান করতে পারব। ছয় মাস লাগবে না আমার, তিন মাস দিলেই আমি রান করব।
সঙ্গে সৌরভ যোগ করেন, আমাকে হয়তো খেলার সুযোগ দেওয়া সম্ভব নয়! কিন্তু আমার ভেতরের বিশ্বাস ভাঙবেন কি করে? ভারতের হয়ে ১১৩টি টেস্টে ৭২১২ রান করেছেন সৌরভ। রয়েছে ১৬টি টেস্ট সেঞ্চুরি। আর ৩১১টি একদিনের ম্যাচে ১১ হাজার ৩৬৩ রান করেছেন সৌরভ। ঝুলিতে ২২টি ওডিআই সেঞ্চুরি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত