ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এবারের বিপিএলে বেশ ছন্দেই আছেন আল আমিন হোসেন। ৮ উইকেট নিয়ে দলকে শেষ চারে তুলতে ভালো অবদান রেখেছেন বাংলাদেশি পেসার। বিপিএল চলার সময়েই জীবনের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন আল আমিন। গতকাল রাতে জীবনের নতুন ইনিংসে তাঁর সঙ্গী হয়েছেন ফারজানা আক্তার প্রীতি। নববধূর বাড়ি কুমিল্লায়। আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারি) নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।
২০১২ সালে প্রথম বিয়ে করেছিলেন আল আমিন। তবে সাবেক স্ত্রী ইসরাত জাহানের সঙ্গে সেই জুটি ভেঙেছে দুই বছর আগে। ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদ হওয়ার আগে নির্যাতন ও মারধরের বাংলাদেশি পেসারের বিরুদ্ধে মামলা করেছিলেন তাঁর সাবেক স্ত্রী। পরে আল আমিন জামিন পাওয়ার পর দুজনের ছাড়াছাড়ি হয়। প্রথম সংসারে দুটি সন্তান রয়েছে আল আমিনের।
পরশু চট্টগ্রামের এলিমিনেটরের ম্যাচ। ২৬ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। সেদিনই আবার আল আমিনের বিবাহোত্তর সংবর্ধনা।