জন্মভূমি রিপোর্ট : বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের জেলা ও বিভাগীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত অভিনয় ও আবৃত্তিশিল্পী, বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের আহ্বায়ক আবৃত্তি আচার্য জয়ন্ত চট্টোপাধ্যায়।
এ সময় তাঁর উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের কেন্দ্রীয় পরিষদের যুগ্ম আহ্বায়ক ডালিয়া আহমেদ, সদস্য পলি পারভীন, মিসবাহুল মুকাররাবিন, খুলনা বিভাগের সমন্বয়ক সাইফুল ইসলাম মল্লিক, সেলিম মাহবুব, অধ্যাপক তারক চাঁদ ঢালী, অধ্যাপক মনিরুজ্জামান মোড়ল, ইকবাল হাসান তুহিন, ত্রিদীপ অধিকারি, কামরুল কাজল, হিমাংশু বিশ্বাস, সাবিত্রী গাইন নীলিমা, এস এম শাহারুজ্জামান, স্মৃতিকণা বিশ্বাস, তাপস বিশ্বাস, অনামিকা সাহা তিন্নি, অম্লান বিশ্বাস, মিল্কি রেজা ও আবরার আজম।