
হুমায়ুন কবির, কুষ্টিয়া: কুমারখালীতে জননেতা প্রয়াত আব্দুল বারী জোয়ারদার স্মরণে স্মারক সংকলন “ আব্দুল বারী জোয়ারদার বিরুদ্ধ স্রোতের মাঝি” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এমপি অফিসের হল রুমে গতকাল সকাল ১১টায় প্রধান অতিথি হিসাবে মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদ সদস্য ৭৮, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন। স্মারক গ্রন্থের উপর আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান জোয়ারদার, কবি ও নাট্যকার লিটন আব্বাস, সহিদুল ইসলাম, মনিরুল ইসলাম প্রমুখ, স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থের সম্পাদক কবি বাবুল জোয়ারদার। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংসদ্য সদস্য সেলিম আলতাফ জর্জ বলেন : স্বাধীনতা পরবতর্ী সময় থেকে এ পর্যন্ত জাতীয় পর্যায়ে যে সকল রাজনৈতিক নেতা স্মরণীয়, বরণীয় ও প্রশংসিতÑ প্রয়াত আব্দুল বারী জোয়ারদার ছিলেন তাঁদের একজন । তিনি দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছিলেন। সোলাইমান জোয়ারদার বলেন : তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা। প্রশিক্ষণ শেষে তিনি দেশের অভ্যন্তরে থেকে মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সাহায্য করেছেন। নাট্যকার লিটন আব্বাস বলেন : এরশাদ বিরোধী আন্দোলনে তঁার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপুর্ণ ও কুমারখালীতে গণজাগরণ মঞ্চের আন্দোলনে তিনি আমাদের উৎসাহ যুগিয়েছেন। লিটন বলেন, আব্দুল বারী জোয়ারদারের স্মারক গ্রন্থ পড়ে নতুন প্রজন্ম অনেক ইতিহাস জানতে পারবে। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি ইতিহাস হয়ে গেছেন। সভাপতির বক্তব্যে আকরাম হোসেন বলেন : ১৯৫৫ সালে আব্দুল বারী জোয়ারদারের সঙ্গে আমার পরিচয়। তখন তিনি কুষ্টিয়া মোহিনী মিলের শ্রমিক নেতা। শ্রমিক আন্দোলনসহ কুষ্টিয়ার সকল আন্দোল সংগ্রামে তাঁকে নেতৃত্বের ভূমিকা পালন করতে দেখেছি। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।