
আন্তর্জাতিক ডেস্ক : আজকের দিনটা বাদ দিলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র আর এক দিন সময় বাকি। ইতিমধ্যেই আগাম ভোট দিচ্ছেন আমেরিকানরা। কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রতিযোগিতামূলক নির্বাচনে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিসের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সর্বশেষ তিনি উত্তর ক্যারোলিনায় তার নির্বাচনী সমাবেশ শেষ করেছেন। সেখানে ভোটারদের উদ্দেশে ট্রাম্প প্রায় ৯০ মিনিট ভাষণ দিয়েছেন। ভাষণের শেষে তিনি বলেছেন, ‘আমরা জোর করে জয়ী হব না।’ এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, শনিবার রাতে উত্তর ক্যারোলিনায় নির্বাচনী সমাবেশ করেছেন ডনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই আমেরিকানদের মধ্যে ট্রাম্পের বেশ কিছু কথা নিয়ে টানটান উত্তেজনা শুরু হয়েছে। সমাবেশে ট্রাম্প তার সমর্থকদের সংক্ষিপ্ত ভাষণের উদ্দেশে দাঁড়ালেও তিনি তা কিছুটা দীর্ঘ করেন। সেখানে তিনি বলেছেন, ‘আমি আপনাদের কিছুটা বিরক্ত করছি, আপনারা আমাকে আধ ঘণ্টার মধ্যে যেতে দেবেন না।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি এখান থেকে তড়িত প্রস্থান করতে পারতাম, হয়তবা এটাই করে ফেলতাম। মেইক আমেরিকা গ্রেট এগেইন বলে স্লোগান দিয়ে হয়তবা জনতার উল্লাসে মিশে যেতাম। অথবা বাড়িতে ফিরে এখনই ঘুমিয়ে পড়তাম।’ এমন অতি সাধারণ কথা দিয়েই সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট।
তিনি তার ভাষণের শেষাংশে বলেন, ‘আমরা আক্রমণ করব না, আমরা দখল করব না, আমরা দখল করব না।’ সর্বশেষ ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমরা জোর করে জয়ী হব না।’ এরপরেই উল্লাসে মেতে ওঠেন সমাবেশে উপস্থিত জনতা। আর তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ নেচে স্টেজ ত্যাগ করেন ট্রাম্প।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত