আভা সেন্টারে উত্তরণের সেমিনার
জন্মভূমি রিপোর্ট : খাসজমি যেন যথাযথ ভাবে প্রকৃত ভূমিহীদের মাঝে প্রদান করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু তাই নয় তারা যেন সঠিক ভাবে ব্যবহার করতে পারে তারও ব্যবস্থা নিতে হবে সকলকে। ভূমিহীনদের এ বিষয়টি আমি পরবর্তীতে ক্ষমতায় এলে সংসদে তুলে ধরবো। আর না এলেও দাবীটি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপনের চেষ্টা করবো। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এর ভূমি অধিকার বিষয়ক একদিনের সম্মেলনে গতকাল প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি এ কথা বলেন। তিনি বলেন, কৃষকরা ফসল উৎপাদন করেও যেন ঋণগ্রস্ত না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এসময়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে একটি উপমা দিতে গিয়ে বলেন, আমরা প্রতীক দেখে ভোট দিয়ে থাকি, প্রার্থী দেখিনা।
নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রথম সেশনে সম্মেলনের উদ্বোধন করেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এর পরিচালক মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম সেশনে বিশেষ অতিথি ছিলেন ডাঃ বাহারুল আলম, শিক্ষাবিদ আনোয়ারুল কাদির, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন। সভায় কৃষি দপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, মহিলা দপ্তররের উপ-পরিচালক হাসনাহেনা সহ বটিয়াঘাটা, ডুমুরিয়া, পাইকগাছা, সাতক্ষীরা ভূমি কমিটির কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। আলোচনায় অংশ নেন খুলনা বিশ^াবিদ্যিালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় দত্ত। মুক্ত আলোচনায় বক্তৃতা করেন, সেলিম আক্তার স্বপন, ইদ্রিস আলী, আমিনুল ইসলাম সাদ্দাম, বুলু রায় গাঙ্গুলী, আশালতা ঢালী, আলমগীর খান বাবুল প্রমুখ। দ্বিতীয় সেশনে মুক্ত আলোচনায় বক্তৃতা করেন, অর্থনীতি বিভাগের অবসর প্রাপ্ত অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, অধ্যাপক ময়নুল হোসেন, অধক্ষ্য শফিকুল ইসলাম। এড. আবুল কালাম আজাদের উপস্থাপনায় প্রবন্ধের উপর আলোচনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান মনোরজ্ঞন মন্ডল, এড. শামীমা সুলতানা শিলু, সুতপা বেদজ্ঞ, আনোয়ার হোসেন স্বপন, অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষা দেলোয়ারা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়ক মনিরুজ্জামান জমাদ্দার।