
বিজ্ঞপ্তি : আমরা বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য মৌসুমী ফল উৎসবের আয়োজন করা হয়। সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে দেশের বিভিন্ন রকম ফলের স্বাদ গ্রহণের উদ্দেশ্যে মৌসুমী ফল উৎসবের এই আয়োজন। শুক্রবার বিকেলে সাউথ সেন্ট্রাল রোডস্থ কাম ফর আনপ্রিভিলেন্স চাইল্ড স্কুল প্রাঙ্গনে আয়োজিত মৌসুমী ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোঃ রায়হান ফরিদ সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ করেন।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফের সভাপতিত্বে এবং সিইউসি’র সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলীর সঞ্চালনায় মৌসুমী ফল উৎসবে অন্যান্যদের মধ্যে বক্তব্য করেন ও উপস্থিত ছিলেন সৈয়দ আলী হাকিম, সরদার আবু তাহের, ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, ইঞ্জিঃ মোঃ সেলিমুল আজাদ, ফিরোজ আহমেদ, মীর কাওসার মিজু, রুহুল আমিন মিঠু, মোঃ সাকিব খান, আরিব আল আহমেদ, জি এম ওমর ফারুক, মোঃ আল-আমিন হোসেন সাদ্দাম প্রমুখ।