বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন দলীয় প্রতীক লাঙ্গলের প্রচারণায় জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু। রোববার সকাল ১০টায় মহানগরীর নতুন বাজার, ১৪, ১৫ ও ২২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
শফিকুল ইসলাম মধু বলেন, আমরা ক্ষমতায় ছিলাম ১০ বছর এরপরে ক্ষমতা ছাড়ার পর দেখেন আমাদের দলের কোন নেতাকর্মী কিন্তু জেলে নেই। আর তার কারন হলো আমরা দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমিদখল এই সব কোন কাজেই আমরা লিপ্ত ছিলাম না আর থাকবোও না ইনশাআল্লাহ।
বিদ্যুৎ যদি না থাকে তাহলে আমাদের দেশে অনেক বড় ক্ষতি হবে এটা আমরা মনে করি। ঢাকার বিভিন্ন জায়গায় গার্মেন্টস সেক্টর অচল হয়ে পড়ছে, অতএব গার্মেন্টস সেক্টরটিকে আমরা সকলে মিলে রক্ষা করতে হবে। ভারত যদি কয়লা না দেয় বা মার্কিন রাষ্ট্র আর ভারত আমাদেরকে যদি সহযোগিতা না করে কয়লা দিয়ে তাহলে আমরা বিপদে পড়বো। আমি একটা কথায় বলবো যে এই দেশের জনগণ কে তার ভোটের অধিকার ফিরিয়ে দেন, ভোট দেওয়া জনগণের অধিকার। বর্তমানে সরকার ভোটারদের নিরাপত্তা দিতে ব্যর্থ। যদি প্রশাসন মাইকিং করে বলে যে, আপনি ভোট কেন্দ্রে যান দায়িত্ব আমাদের। তাহলে নির্বিঘ্নে ভোটাররা অবশ্যই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে।
পথসভা ও জনসংযোগের সময় উপস্থিত ছিলেন মাওলানা আল জুবায়ের, এড. মহানন্দ সরকার, আব্দুল্লাহ আল মামুন, এম হাদিউজ্জামান, শেখ মোঃ নাজমুল কবির সাদী, গাউছুল আজম, আশফাকুল ইসলাম সেলিম, তৌমুর হোসেন শাহিন, প্রিন্স হোসেন কালু, মোস্তফা কামাল রিপন, কালা চান, নেয়ামত খান, অপূর্ব দত্ত নেকু, মাসুদ হাসান, খান, কামরুজ্জামান রজব, ফয়সাল, ইব্রাহিম, শহিদ হাওলাদার, গাজী মোশারফ প্রমুখ।