জন্মভূমি ডেস্ক : চেক বাউন্স ও আড়াই কোটি টাকা প্রতারণার মামলায় রাঁচি আদালতে জামিন আবেদন বাতিল হলো আমিশা প্যাটেলের। খবর হিন্দুস্তান টাইমসের।
সোমবার (৭ আগস্ট) বিচারক ডিএন শুক্লার এজলাসে এই মামলার শুনানি হয়। এ সময় আমিশার আইনজীবী বাদীপক্ষের সাক্ষীদের জেরার জন্য সময় চান। কিন্তু তার বিরুদ্ধে মামলা দায়েরকারী প্রযোজক অজয় কুমার সিংয়ের আইনজীবী আদালতে এই আবেদনের বিরোধিতা করেন। তার বিরোধিতায় সায় দেন বিচারক।
সেই মতো সাক্ষীদের ডিসচার্জ করে দেওয়া হয়। পাশাপাশি মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করেন বিচারক। আগামী শুনানিতে বাদীপক্ষের দ্বিতীয় সাক্ষীকে পেশ করা হবে।
এর আগের শুনানিতে সাক্ষীকে ক্রস চেক করার অপরাধে আমিশার ওপর ৫০০ রুপি জরিমানা আরোপ করেছিলেন আদালত।
২০১৮ সালের জালিয়াতি এবং চেক বাউন্সের মামলায় আমিশা প্যাটেল ও তার বিজনেস পার্টনার ক্রুনালের বিরুদ্ধে গত এপ্রিল মাসেই গ্রেফতারি পরোয়ানা জারি করেন রাঁচির সিভিল কোর্ট। ফলে গত ১৭ জুন আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন অভিনেত্রী। পরে জামিনে রেহাই পান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত