
জন্মভূমি রিপোর্ট
তথ্য অধিদফতর এর একটি টিম শুক্রবার রাত আটটার দিকে দৈনিক জন্মভ‚মি’র বার্তাকক্ষে পরিদর্শনে আসেন। প্রধান তথ্য কর্মকর্তা মতবিনিময়কালে অফিসের পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করেন।
তথ্য অধিদফতর-এর প্রধান তথ্য কর্মকর্তা মোঃ শাহেনুর মিয়া বলেন, সরকারি চাকুরে হিসেবে নয়, আমলা হিসেবে নয়, আমি আপনাদেরই লোক, মিডিয়া ম্যান। ২৯ বছর ধরে এই কাজেই আছি। যারা সচিবালয়ে সাংবাদিকতা করেন, তাদের প্রত্যেকের সাথে আমার সুসম্পর্ক আছে, আগের সহকর্মী হিসেবে। এখন যেহেতু বড় পরিবার-পরিসরে কাজ করি, দেশের বিখ্যাত সাংবাদিকদের সাথে সুসম্পর্ক, তারা আপনাদের এখানে হোক আর ঢাকার হোক। তারাও আমার কাছে আসে, আমিও যাই। জাতীয় প্রেসক্লাবে যাই। সবমিলিয়ে একটা সুন্দর পরিবেশে সাংবাদিকদের সাথে আমার ওঠাবসা।
তিনি বলেন, ভালো লাগল। সুন্দর একটা অফিস, পরিবেশটা ভালো। সুন্দর পরিবেশে আপনারা কাজ করছেন। সিনিয়ররাও আছেন। অনেকের চাকুরির বয়স প্রায় ৪০ বছর। ইটস্ অ্যামেজিং।
খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেন দৈনিক জন্মভ‚মিতে মৃত্যু পর্যন্ত কাজ করা প্রয়াত সাংবাদিকদের কথা স্মরণ করেন। বলেন, এই মাসটি আমাদের শোকের মাস। ২৭ জুন ঘাতকের বোমা হামলায় দৈনিক জন্মভ‚মি’র প্রতিষ্ঠাতা সম্পাদক শহিদ হুমায়ূন কবীর বালুর শাহাদাৎবরণ করার দিনটির স্মৃতিচারণ করে তিনি বলেন, ওই সময় নিষিদ্ধ চরমপন্থী সংগঠনগুলোর সন্ত্রাসী তৎপরতার খবর জন্মভ‚মিতে গুরুত্বের সাথে প্রকাশিত হতো।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন) খালেদা বেগম, সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রোটকল) মোঃ আবদুল জলিল, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, সিনিয়র তথ্য অফিসার মোঃ মঈনউদ্দীন, আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতিসহ দৈনিক জন্মভ‚মির কর্মরত সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ।

