বিজ্ঞপ্তি : আর্য্য ধর্মসভা মন্দির কমিটির আহ্বানে শুক্রবার বেলা ১১টায় আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মন্দির কমিটির সিনিয়র সহ-সভাপতি সুদীপ মজুমদার অপু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সমর কুমার কুন্ডু ও সহযোগিতায় প্রচার সম্পাদক প্রদিপ সাহা পপা।
সভায় সর্বসম্মতিক্রমে, শ্রী-শ্রী মহা নামযজ্ঞ অনুষ্ঠান পালন’সহ উৎসবের প্রতিদিন ভগবানের নিত্য সেবা, শ্রীমদ্ভাগবত আস্বাদন, পদাবলী নাম-সংকীর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সভায় গৃহীত হয়। উক্ত সকল অনুষ্ঠানে ধর্মপ্রান সকল ভক্তবৃন্দ’দেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানান নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন বীরেন্দ্র নাথ ঘোষ, রনজিত কুমার ঘোষ, গোপাল চন্দ্র সাহা, অধ্যাপক শ্যামল দাশ, গোবিন্দ চক্রবর্তী, দেবাশীষ কর্মকার, কনিকা রানী সাহা, বিপুল পোদ্দার, সঞ্জিব দাস, খোকন কুমার দাস, নিতাই বিশ্বাস, সুনিল দাস, মানস কুমার ঘোষ, উত্তম বিশ্বাস, অসিম দেবনাথ, বাদল কুমার দাস, তাপস সাহা, সন্তোষ রায়, গোবিন্দ রায়, প্রভাত দে, কিংকর সাহা, হিরন বনিক, অসিম পাল, সুভাষ বৈরাগী, অশোক কুমার সাহা, সাগর সাহা, শিব শংকর পোদ্দার, সৈকত বর্মন, জয়ন্ত রায় সন্তোষ, সুভাষ চন্দ্র বৈরাগী, সঞ্জয় দেবনাথ, পপি ব্যানর্জী, রতন দাশ, অসীম কুমা সোম, উত্তম কুমার রায়, উজ্জল কুমার দাস, অরুন কুমার সাহা, রতন দাস, ডা: কাজল ভট্টাচার্জ, দুলাল কৃঞ্চ দাশ, খোকন শীল কুটি, অরুপ কুমার সাহা, পুলকেশ সাহা, বিপ্লব কুমার দে, অলোক ঘোষ, প্রবাল ঘোষ অন্তু, চিন্ময় সাহা, শুভজিত কন্ডু, প্রশান্ত কুমার ঘোষ, মিঠুন সাহা, সৈকত, জয় বিশ্বাস, পল্লব দাস, প্রলয় রায়, অনামিকা ঘোষ, আরতী রায় সহ বিভিন্ন প্রমূখ নেতৃবৃন্দ।