
জন্মভূমি রিপোর্ট : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাদেমাজু এলাকার চাঞ্চল্যকর তুষার আহমেদ সবুজ হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ, পিপিএম এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন- আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. সাহাদ আলীর ছেলে মো. সাগর আহমেদ (২০) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের ইউসুফ হোসেনের ছেলে মো. জহুরুল ইসলাম (৪৫)। পুলিশ সুপার জানান, গত ১৩ নভেম্বর, র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর কোম্পানি কমান্ড ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের যৌখ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আলমডাঙ্গা উপজেলা শহরের স্টেশন রোড এলাকা থেকে সাগর আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন তিনি। তার স্বীকারোক্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি জহুরুল ইসলামকে আলমডাঙ্গা উপজেলা শহরের সরকারি খাদ্য গুদাম গেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত