রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার আলাইপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক বাংলাদেশ মৎস্যজিবী সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি, সাবেক প্রধান শিক্ষক, আলাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজ সেবক ও বিদ্যানুরাগী, রবিন্দ্র গবেষক নুর মোহাম্মাদ শিকদার (৯০) গতকাল ২৭ অক্টোবর বিকেল ৪ টা ৩০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি————- রাজিউন। ২৮ অক্টোবর সকাল ১০ টায় আলাইপুর শাহ মোহাম্মাদিয়া ময়দানে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন আলাইপুর ডিগ্রি কলেজ এসএমসির সভাপতি এসএম হাবিবুর রহমান সহ গভর্নিং বডির সকল সদস্যবৃন্দ, কলেজের অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষসহ শিক্ষক, কর্মচারী এবং ছাত্র/ ছাত্রীবৃন্দ। বিবৃতিতে মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।