
ডেস্ক রিপোর্ট : চলতি বছর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। যেটি আগের বছর ছিল ৯৩ দশমিক ৪০ শতাংশ। অর্থাৎ, পাসের হার কমেছে।
অন্যদিকে আলিমে এ বছর জিপিএ-৫ অর্জনের সংখ্যাও কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬৮ জন। সেখানে গত বছর পেয়েছিল ৯ হাজার ৬১৩ জন। অর্থাৎ, জিপিএ-৫ কমে অর্ধেকে এসেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসাসহ সব শিক্ষা বোর্ড থেকে একযোগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
চলতি বছর দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং মাদরাসা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।