
খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য, বিশ্বাস প্রোপার্টিজের সিইও এবং দৈনিক খুলনা টাইমস’র ব্যাবস্থাপনা সম্পাদক মো: আজগর বিশ্বাস তারা এর সহধর্মিনী, পিরোজপুর কলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুজ্জামান শিমুলের বোন, শিক্ষিকা সোনিয়া মান্নানের (৩৮) দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে খুলনা নগরীর রায়েমহলস্থ বিশ্বাস প্রোপার্টিজ অফিস চত্ত্বরে প্রথম নামাজে জানাযা এবং সকাল ৯টায় কলাখালী ইউনিয়নের উদয়কাঠি গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, শুক্রবার (১৩ আগস্ট) ভারতের সিএমসি হাসপাতালে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন সোনিয়া মান্নানের (৩৮)। সেখান থেকে লাশ নিয়ে রবিবার দেশে ফেরেন। তখন রায়েরমহল এলাকার শোকের ছায়া নেমে আসে। পুলিশ, আইনজীবী, চিকিৎসক, ব্যাবসায়ী, রাজনীতিকসহ সহস্রাধীক মানুষ জানাযায় অংশ নেন। গত ৯ আগস্ট সহধর্মিনীর উন্নত চিকিৎসার জন্য স্বপরিবারে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন আজগর বিশ্বাস তারা।