খানজাহান আলী থানা প্রতিনিধি : আলীম ইস্টার্ন মাধ্যমিক বিদ্যালয়ের গৌরবের ৪০বছর পূর্তি প্রথম পুনর্মিলনী শুক্রবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ৮টায় কোরআন তেলায়াত, গীতা ও বাইবেল পাঠ এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রথম পুনর্মিলনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক ১৯৯১ ব্যাচের বদরুল আলম মারকিনের সভাপতিত্বে এবং ৫ ব্যাচের সুমনা পাল (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) ও সাইফ আহমেদ হিমেলের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রবীণ শিক্ষক মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলীম জুট মিলের প্রকল্প পরিচালক মো: সাজ্জাদ হোসেন, ইষ্টার্ণ জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক ড. জি এ এম মাহাবুব উর রশিদ জুলফিকার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র রায়।
স্বাগত বক্তৃতা করেন উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের মো: মইনুজ্জামান ময়না, উপদেষ্ঠা ১৯৯৫ ব্যাচের শহিদুল ইসলাম সুমন, ১৯৯৬ ব্যাচের মো: হাসানুজ্জামান হিটু, যুগ্ন আহবায়ক ১৯৯৪ ব্যাচের মো: নবীরুল ইসলাম রাজা(ইউপি সদস্য), ডা. রফিকুল ইসলাম, সদস্য সচিব ১৯৯৭ ব্যাচের গোলাম জিলানী মুন(ইউপি সদস্য), ও ১৯৯৮ ব্যাচের মিজানুর রহমান। ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের গৌরবের ৪০বছর পুর্তি উপলক্ষে বর্ণিল ও বর্ণাঢ্য পুণর্মিলনী আয়োজনের মধ্যে ব্যাচ ওয়াইচ পরিচিতি ও স্মৃতিচারণ পর্বে তাদের অভিমত ব্যক্ত করার সময় আবেগ আব্লুত হয়ে পড়ে। প্রত্যেকেই তাদের বক্তৃতায় এ ধরনের আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। পরে প্রিয় শিক্ষক ও প্রাক্তন সহপাঠিদের ফটো সেশনে মেতে উঠে মিলনমেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। সন্ধ্যায় ব্যান্ড শিল্পী প্রতীক নবীর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আগতদের মন কেড়ে নেয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত