আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে দু’টি কমিউনিটি ক্লিকের পরিচালনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ক্লিনিক কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ- এই শ্লোগানকে সফল ও বাস্তবায়ন করার লক্ষ্যে শ্রীউলা ইউনিয়নের পুঁইজালা ও বালিয়াখালী কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির (সিজি গ্রুপ) মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক। সভায় কমিটির সদস্যদের সুবিধা-অসুবিধার কথা পর্যালোচনা, স্কাস্থ্যসেবার সার্বিক অবস্থা ও সেবার মানোন্নয়নে করনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত