আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে দক্ষিণ-পশ্চিম উপক‚লে টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির নিশ্চয়তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি উত্তরণ কার্যালয়ের সামনের সড়কে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস এম আহসান হাবীব, উপজেলা লবণ পানি আন্দোলন কমিটির সভাপতি বিমল কৃষ্ণ মন্ডল, কল্যাণী রানী সরকার, মিনতী রানী সরকার প্রমুখ। বক্তাগণ বলেন সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলাকে জলবায়ু ঝুঁকিপূর্ণ বা দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুন:নির্মাণ করতে হবে, উপক‚লীয় সকল মানুষের খাবার পানির টেকসই ও স্থায়ী সমাধান করতে হবে, উপক‚লীয় এলাকায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের আদলে একটি বাড়ি একটি শেল্টার কার্যক্রম শুরু করতে হবে।