
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বিষয় ভিত্তিক বাংলা প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টারে সোমবার থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে। ইউএসএআইডি এর অর্থায়নে ডিপিই এর ব্যবস্থাপনায় উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে ৬ দিনের প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১ম ও ২য় শ্রেণির ২৬ জন বাংলা শিক্ষক অংশ নিয়েছেন। প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন, মহেশ্বরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন সুলতানা ও আগরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শবনম মুস্তারী। ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কোর্চ পরিচালনায় সহায়তা করছেন ইউএসএআইডির উপ কোঅর্ডিনেটর মতিয়ার রহমান, মনির হোসেন ও মনিটরিং অফিসার শাহেদুজ্জামান।