সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলায় বিএনপি নেতা আব্দুল হাকিম সরদার হত্যা মামলার প্রধান আসামী সন্ত্রাসী আলাউদ্দিন লাকি ও তার সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির আয়োজেন মহিষকুড় বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক স.ম হেদায়াতুল ইসলাম।
শ্রীউলা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল মালেক সভাপতিত্বে সমাবেশে এসময় আরো বক্তব্য রাখেন, জেলা যুব দলের সাবেক যুগ্ম আহবায়ক সুমন রহমান, জেলা ছাত্র দলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল, যুগ্ম আহবায়ক বাবলু, আশাশুনি উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরে আলমসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তরা বলেন, ১১ বছর আগে স্বৈারাচার আওয়ামীলীগ সরকারের আমলে শ্রীউলা ইউনিয়নের বিএনপি নেতা আব্দুল হাকিম সরদারকে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসী আলাউদ্দিন লাকি ও তার সহযোগিরা। দীর্ঘ ১১ বছর পেরিয়ে গেলেও তার হত্যার আজও বিচার হয়নি। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের আমলেও উক্ত সন্ত্রাসীরা এখনও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। বক্তারা এসময় একাধিক মামলার আসামী সন্ত্রাসী আলাউদ্দিন লাকি ও তার সহযোগিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানান।
আশাশুনিতে বিএনপি নেতা হত্যার আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সমাবেশ
Leave a comment