আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সদরে বিদ্যুৎস্পৃষ্টে এক মহিলার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামে এ ঘটনা ঘটে।
শ্রীউলস গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী ১ সন্তানের জননী বিলকিস খাতুন (৩২) ঘটনার সময় বিদ্যুৎ লাইনের সমস্যার কারণে মিটারে গিয়ে কিছু একটা করছিল। এসময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাড়ির লোকজন জানতে পেরে বিদ্যুৎ অফিসে খবর দেয়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য শাহিনুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার বাদ জুম্মা নামাজে জানাযা শেষে মরহুমাকে দাফন করা হয়েছে।