
ইলিয়াছ মোল্লা, আশাশুনি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-০৩ সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম। এরই ধারাবাহিকতায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন (আশাশুনি-কালিগঞ্জ)ু০৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ডাঃ শহিদুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের কারণেই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ।“আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি বীর মুক্তিযোদ্ধাদের দিকনির্দেশনা ও সমর্থনকে নিজের রাজনৈতিক পথচলার জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় কাজ করার আশ্বাস দেন। সভায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম হাফিজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল হক খোকন, সাবেক যুগ্ম আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল,খায়রুল আহসান, খালিদুজ্জামান টিপু, সাবেক উপদেষ্টা কমিটির সদস্য আব্দুস সালাম বাচ্চু, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল করিম,সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ও মোঃ মিজানুর রহমান,অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ বাবুল হোসেন প্রমুখ। সবশেষে মোনাজাত পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন শেখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত