আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জেলা প্রশাসনের আহবানে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ পুকুরের পাশের রাস্তার পাশ দিয়ে এ বৃক্ষরোপণ করা হয়।
সাতক্ষীরা জেলায় একদিনে একযোগে একলক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আশাশুনি উপজেলায় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলার ১১ ইউনিয়নে ১১ হাজার ২৮৩টি বৃক্ষ রোপণের লক্ষ্যকে সামনে রেখে সকল ইউনিয়নে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রকিবসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদীক, ঈমাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত